শব্দ করে হাসতে মানা
এক লোক ১৩ তলা
বিল্ডিং- এ কাজ
করতেছিল, 🤪
এমন সময় একজন
দৌড়ে এসে খবর দিল-
জামাল, 🤗জামাল তোমার
মেয়ে ফাতিমা মা/রা
গেছে। 😲🥳
লোকটা চিৎকার করে
উঠলো- না এ হতে পারেনা। 🌈🌥
বলে ১৩ তলা থেকে
লাফ দিলো। 🧡🌷
যখন ১০ তলা পর্যন্ত
আসলো তখন মনে
পরলো আরে আমার তো
ফাতিমা নামে কোন
মেয়ে নাই। 😃💥
যখন ৫ তলা পর্যন্ত
আসলো তখন মনে
পরলো আরে আমার তো
বিয়েই হয় নাই। 😲😆
যখন মাটিতে পড়বে
তার আগে মূহূর্তে মনে পরলো-
শালা আমার নামই
তো জামাল না!😁😆
জীবনে প্রচুর হাসতে হবে
কোর্টে উকিল খুনের মামলায় এক সাজানো
সাক্ষীকে
জেরা করছেন
উকিলঃ যে স্থানে খুন হয়েছে, তা তোমার
গ্রাম থেকে
কত মাইল দূরে হবে?
সাক্ষীঃ স্যার, প্রায় আট মাইল হবে।
উকিলঃ সেখানে যেতে কতক্ষন সময় লাগবে?
সাক্ষীঃ কিসে যেতে স্যার?
উকিলঃ মনে করুন প্লেনে।
সাক্ষীঃ স্যার, সেখানে প্লেন যায় না।
উকিলঃ রেল অথবা মোটরে?
সাক্ষীঃ সেখানে যাবার কোন রাস্তা নেই
স্যার!
উকিলঃ তাহলে সেখানে কিসে যেতে হয়?
সাক্ষীঃ পানিপথে স্যার!
উকিলঃ বেশ, তবে পানিপথে যেতে কতক্ষণ
সময় লাগে?
সাক্ষীঃ কিসে চড়ে স্যার, স্টিমারে না
নৌকায়?
উকিলঃ মনে করুন নৌকায়।
সাক্ষীঃ স্যার, পাল তুলে, না পাল ছাড়া?
উকিলঃ মনে করুন পাল ছাড়া।
সাক্ষীঃ স্যার! উজানে, না ভাটিতে?
উকিলঃ (রেগে) , এত জেরা যে করছো,
উকিল তুমি, না আমি?
সাক্ষীঃ স্যার রাগ করেন কেনো, কোথায় খুন
হয়েছে,
আমি তো তা কিছুই জানি না।
🤣
হাসতে পারলে জীবন সুন্দর
বন্ধু: দোস্ত, জানিস আজ কি হইছে?😁
Me: কি হইছে?😑
বন্ধু: আজ শ্যাম্পু দিয়ে বালিশ ধুয়ে দিছি!🌝
Me: তো কি হইছে?🙄
বন্ধু: এখন ঘুমালে মনে হবে বউ পাশে শুয়ে আছে!🙈
Me: তাইলে আরেকটা বালিশে মু//তে দে! 🐸
প্রচুর হাসতে হবে
শিক্ষকঃ- এই ছেলে, তুমি কতবার ফেল করেছ?😒🤔
ছাত্রঃ- স্যার! একবারও না।😊✌
শিক্ষকঃ- তাহলে এক ক্লাসে তুমি তিন বছর কেন পড়ছ?😟🤔
ছাত্রঃ- স্যার পরিক্ষায় যাতে ফেল না করি, সেজন্য কোন পরীক্ষাই দেইনি।😁😆😂🤣
বন্ধু: ক্যান?😪
Me: তাহলে মনে হবে baby ও বউ তোর পাশে শুয়ে আছে!😁😒