মেয়েদের জীবনের কষ্টের গল্প | মেয়েদের কষ্টের গল্প

  • মেয়েদের কষ্টের স্ট্যাটাস

মেয়েদের কষ্টের স্ট্যাটাস

বউ এত কালো কেনো?? 

বউ এত খাটো কেন ছেলের সাথে মানায় নাই । 

বউয়ের চুল এত ছোট কেন? 

বউ কম কথা বলে কেন?? 

বউয়ের বাবা বাইক দেয়নি কেন ? 

এখনো বাচ্চা হচ্ছে না কেন ?? 


বউ মানুষ এত জোড়ে হাটো কেন?? 


বউ মানুষ এত কথা বলো কেন ।??


বউ মানুষ এত ঘুমাও কেন?? 


বউ মানুষ পড়াশুনা কিসের??


বউ মানুষ এত খাও কেন ? 


বউ মানুষ এত ফোন চালাও কেন ? 


বউ মানুষ বসে থাকো কেন ? 


বউ মানুষ ঘুড়তে যেতে হয় কেন ? 


বউ মানুষ চুল খোলা কেন? 


বউ মানুষ সবার পরে খাবে । 


বউ মানুষ মাছের মাথা খেতে হয় না । 


বউ মানুষ তার প্লেটে রা'ন টা বড় বেমানান । 


বউ মানুষ তার আবার বন্ধু কিসের ?? 


বউ মানুষের আবার কিসের ফুচকা , আইসক্রিম খাওয়া?? 


বউ মানুষ ওই টুকু হাত কা'ট'লে কিচ্ছু হয় না । 


বউ মানুষ এতটুকু তো পুরবেই ।


বউ মানুষের পেট ব্যাথা আর মাথা ব্যাথা বলতে কিচ্ছু হয় না


ছেলেদের বলছি একটা মেয়েকে সম্মান না দিতে পারলে বিয়ে করিও না ওকে,

একটা মেয়েকে সম্মান করে দেখো তোমাকে অনেক ভালোবাসবে🌺🌺🌺


কেউ খারাপ ভাবে নিবেন না সবাই এক না...

  • মেয়েদের কষ্টের গল্প

নারীর ছলনা যেমন ভয়ংকর আবার নারী ভালবাসা, যত্নও ভয়ংকর সুন্দর। যে পুরুষ নারীর ভালবাসা পেলো পুরোপুরি, সে পুরুষ জানে ভালবাসার সুখ স্বর্গীয় আর যে পুরুষ নারীর ছলনা পেলো সেই পুরুষ জানে ভালবাসায় দুঃখ নরকের।


পুরুষের মনকে সুন্দর ভাবে রাঙিয়ে তুলতে কেবল একজন নারীই পারে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন একজন পুরুষ ঘরে ফিরে, ঘরে ফিরে নারীর যত্ন, আদর ভালবাসা পায়,তখন আর পুরুষ ক্লান্তি থাকে না,তখন শান্তি নেমে আসে বুক পকেটে হাত দিয়ে দেখা যায় সুখের ঠিকানায়। নারীর কাছেই আটকে আছে পুরুষের শান্তির পতাকা। 

আবার এই একই নারী যদি পুরুষকে বুকে দাবিতে ছলনায় খলনায়িকা হয়, তবে পুরুষের হাজার সুখের ঠিকানায়ও মনে হবে জেলখানার কয়াদি।


নারীর ছলনা পুরুষকে দেয় এক যন্ত্রণার জীবন,যে জীবন হতাশার ব্যর্থতার, আর নারী ভালবাসা পুরুষকে করে তুলে সাহসী, কায়দা করে গর্ত পরে যাওয়া সুখও তুলে আনতে পারে এক নিমিষেই।

 লেখা - মোঃ মেহেদী হাসান

  • মেয়েদের কষ্টের জীবন

--পিরিয়ড হয়েছে আমার। একটা ন‍্যাপকিন কিনে আনতো ভাইয়া!


--টাকা দে নিয়ে আসতেছি। 


"এই ন‍্যাপকিন নিয়ে আসার কথাটি শুনার সঙ্গে সঙ্গে চাচিরা বলে উঠে "


--ছি..ইইই অহনা লাজ লজ্জাও নেই তোর। শেষ পযর্ন্ত ভাইয়ের দারায় এই জিনিসটা আনাচ্ছিস?


"চাচির এমন কথাটি শুনে আমার বোন উত্তর দেয়"


--কেনো চাচি আমার ভাইয়া আনলে সমস্যা কোথায়। তা ছারা এখানে খারাপের কি আছে। 


--তাই বলে ন‍্যাপকিন আনাবি।


--অবশ‍্যই আনাবো। আমার ভাইয়াকে আমি বাবার মতো সন্মান করি শ্রদ্ধা করি। আমার সমস্যা হলে আমার ভাইয়াকে জানাবো এটাই স্বাভাবিক। 


--ভালো! 


"এই কথাটি বলেই আমার চাচি মুখ ব‍্যাকা করে সেখানে থেকে চলে যায়" পরে আমি বাজারে চলে আসি এসেই দোকান দারকে জিঙ্গেস করি "


--মামা ২টা ন‍্যাপকিন দাওতো। 


"আমার কথা শুনে দোকানদার মামা বলে উঠে "


--কি মামা girlfriend ( গার্লফ্রেন্ড ) তোমাকে পিরিয়ডের সময় ন‍্যাপকিনও কেনায়। 


"এই কথাটি শুনার পরে কি উত্তর দিবো ভেবে পাচ্ছিলাম না " 


--হুমমম মামা এইতো বুঝছো। এখন তারা তারি দাও। আবার অনেক কাজ আছে আমার। 


"কথাটি বলেই সেখানে থেকে বাসায় চলে আসলাম। এসে বোনের হাতে ন‍্যাপকিনটি দিয়ে বললাম। 


--কিছু মনে করিশনা বোন আমাদের সমাজে কিছু নোংরা লোক আছে যারা, সব সময় মানুষের পিছনে লেগেই থাকে, নষ্ট মন মানুষিকতা নিয়ে থাকে?


--ঠিক আছে ভাইয়া!


"আমাদের এই সমাজে কিছু মানুষের মন মানুষিকতা এতোটাই নিছে যা বলার ভাষা নেই। আপনি চাইলেও তাদের পরিবর্তন করতে পারবেন না?


অনু_গল্প: 

নিজের_বিবেক 

মি_হাসিব 

  • মেয়েদের কষ্টের কিছু কথা

--বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি---


-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!


-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।


-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।


-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....

ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।


তখন এটা মশা মাছির খাবার হবে...


তোমাকে এটাই বলতে চাই? 


👉 তোমার দেহকে এমন করো না।যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করে।


👉 তোমার মন কে আলুর মতো করো না, যে সবাই মিশবে বাট সবাই পছন্দ করে না।


👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যে খানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।


তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। কাউকে ফ্রি দিলেও নিবে না।😔


তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...

তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে। লোকাল বাসে সবাই ওঠে কিন্তু গন্তব্য পৌঁছাতে পারে না।


যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে ও ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,


বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর

মোকাবেলা করতে পারবে না.....


আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন!


বাস্তব জীবনের গল্প পড়ুন।

Previous Post Next Post