সত্যি কারের ভালোবাসার গল্প
--১ দিনের জন্যে বউ হবি আমার?
--হুমমম হবো কিন্তু এর জন্যে অনেক টাকা দিতে হবে আমাকে পারবি।
--কতো টাকা চাই তোর সেইটা বলো আমাকে।
--বেশি না মাত্র ৩ হাজার টাকা দিলে তাতেই হবে। পারবি তো দিতে নাকি।
--হাহাহা হাহহা হাহাহ মাত্র ৩ হাজার টাকা তোর এই শরীরটার দাম।
--পতিতাদের শরীর দাম এমনি।
--আচ্ছা একটি প্রশ্ন করি তোকে? সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু আমাকে।
--হুমম বল।
--তুই কেনো এই পথে এসেছিস যদি একটু বলতি দয়া করে আমাকে।
--একটা বেইমানকে ভালোবাসছিলাম সে আমাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে এসে বিক্রি করে দেয়। তার পরে থেকে এখানেই আছি।
--তোর মনে চায়না এখনা থেকে বের হতে।
--মন চাইলে কি আর যাওয়া সম্ভব বল। এখানে থেকে বের হতে গেলে অনেক টাকার দরকার যা আমার কাছে নাই। আর হবেওনা কখনো।
--কেনো কাজ করে টাকা পাসনা।
--পাই কিন্তু এই টাকা আমাদের এখানে যে মালিক আছে সে নিয়ে নেয়।
--ওহ! সংসার করবি।
--ইচ্ছেতো হয় সংসার করার? কিন্তু সেটাকি কখনো সম্ভব বল।
--তুই চাইলেই সম্ভব।
--কে বিয়ে করবে এই ব্য*শা কে বল। যে কিনা দেহ ব্যবসা করে হোটেরে।
--আমি বিয়ে করবো তোকে।
--পাগল হয়েছিস তুই।
--মনে কর সেটাই! বল বিয়ে করবি কিনা আমাকে।
--তুই আমার মতো একটা খারাপ মেয়ে বিয়ে করবি। নাকি অন্য কোথাও ভালো দামে বিক্রি করবি।
--একবার এই হাতটি ধরে দেখনা।
--আমাকে বিয়ে করলে এই সমাজে মুখ দেখাতে পারবি তুই।
--হুমম পারবো।
--বলাটা যতো সহজ? করাটা কিন্তু এর থেকেও বেশি কঠিন ভেবে দেখ।
--আমার ভেবে দেখা শেষ। বল এখানে থেকে বের করতে হলে কতো টাকা লাগবে।
--এই দুই লক্ষ টাকার মতো।
--ঠিক আছে। আমি সব ব্যবস্থা করতেছি।
"এর পরে হাসিব সেই খানের লোক গুলার সঙ্গে কথা বলে রিয়াকে বের করার সব ব্যবস্থা করে? তো রিয়া বের হওয়ার পরে হাসিব কে জিঙ্গেস করে"
রিয়া : তুই কি সত্যি আমাকে বিয়ে করবি।
হাসিব : হুমম সত্যি বিয়ে করবো।
রিয়া : আচ্ছা আমার থেকে কতো সুন্দর সুন্দর মেয়ে আছে? তাদের ছেরে তুই আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি কেনো।
হাসিব : আগে বল আমি কে।
রিয়া : চিনিনা তোকে।
হাসিব : আমি সেই হাসিব যে তোর পিছনে ৩টি বছর ঘুরেছে একটু ভালোবাসার জন্যে কিন্তু তুই পাত্তা দিতিনা। এর পরে হঠাৎ একদিন নিখোজ হলি।
"হাসিবের মুখে এই কথাটি শুনে রিয়া বলে "
রিয়া : ওহহহ তুমি সেই হাসিব যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। সত্যি তোমাকে আমি চিনতে পারিনাই।
হাসিব : হুম আমি সেই হাসিব। জানো তুমি নিখোজ হওয়ার পরে তোমাকে অনেক খুজেছি কিন্তু কোথাও পাইনি। কয়েক বছর পরে হঠাৎ জানতে পারি তোমাকে নাকি একটি হোটেলে বিক্রি করেছে। যেখানে থেকে তোমাকে বের করতে গেলে অনেক টাকা লাগবে। যা শুনার পরে আমি চিন্তা ভাবনা করি তোমাকে সেখান থেকে বের করবো। তার জন্যে আমি টাকা জমাতে লাগলাম। আর সেই টাকা জমানোর জন্যে কাজ করতাম আবার টিউশনি করতাম। এই ভাবে যখন টাকা ম্যানেজ হওয়ার পরে ।
আজকে তোমাকে সেই টাকা দিয়ে বের করে আনলাম।
"হাসিবের মুখে এই কথা গুলা শুনার পরে রিয়ার চোখে কখন যে পানি চলে এসেছে নিজেই বুঝতে পারেনি।
হাসিব : এইই কান্না করছো কেনো।
রিয়া : একটা মানুষ আমার জন্যে এতো কষ্ট করেছে। যা আমি কখনো ভাবতেই পারিনি।
হাসিব : আরে ব্যপার না।
রিয়া : কি চাও আমার কাছে বলো।
হাসিব : তোমাকে বউ হিসেবে চাই আমার কাছে।
রিয়া : হুমমম আমি রাজি।
হাসিব : তাহলে চলো কাজি অফিসে।
রিয়া : পাগল একটা।
হাসিব : হুমম তোমার।
রিয়া : আমারি তো❣
"আসলে ভালোবাসা এমন একটি জিনিস যাকে একবার ভালোবাসলে তাকে কখনো মন থেকে মুছে ফেলা যায়না।
গল্পটি কাল্পনিক আপনাদের বিনদনের জন।
অনু_গল্প :ভালোবাসা_
কাহিনী ও লেখনীতে : মি_হাসিব