মজার জোকস গল্প | মজার পোস্ট | মজার স্টাটাস ২০২৪

  •  মজার জোকস

মজার জোকস

আগের কালে বাবা মায়েরা তাদের অল্পবয়সী মেয়েদেরকে বয়স্ক টাকাওয়ালা মুরব্বিদের সাথে জোর করে বিয়ে দিতো।


আর এখন যুগ পালটাইছে, অল্পবয়সী মেয়েরা এখন বাবা মায়ের অনিচ্ছায় টাকাওয়ালা কাক্কুদের বিয়ে করার সপ্ন দেখে!🙂

  • মজার জোকস স্ট্যাটাস

" অমাবস্যার রাতে নেংটু হয়ে বাঁশের ছিপ কে'টে বরশি বানালে সেই বরশিতে প্রচুর মাছ ধরে "


লোকমুখে প্রচলিত কথাটা মোখলেসের ভিষণ মন কেড়ে নিলো।ছোট থেকেই মাছ ধরার প্রতি তার প্রবল ঝোঁক।সিদ্ধান্ত নিলো নেংটু হয়ে অমাবস্যায় ছিপ কা"টতে যাবে।


অমাবস্যা এলো।রাত দুইটায় যখন পুরো গ্রাম নিশুতি, তখন মোখলেস চুপিচুপি বাড়ি থেকে বেড় হয়ে প্যান্ট খুললো।নেংটু হওয়ায় আড়ষ্টভাবটাও প্রবল হয়ে উঠলো।নেংটু হতেই নিজেকে শিকল মুক্ত পাখির মতো ফুরফুরে মনে হতে লাগলো তার।


সে লজ্জায় দ্রুত ঢুকে গেলো বাঁশ বাগানে।কিছুক্ষণ খুঁজে ছিপের মাপের একটা কঞ্চি খুঁজে পেলো মোখলেস।কঞ্চিতে দা দিয়ে যেই না একটা কো"প দিলো সঙ্গে সঙ্গে কেউ একজন বলে উঠলো 


" কে?কিসের শব্দ?কে বাঁশ কা"টে? "


আকষ্মিক আওয়াজে মোখলেস জমে থ হয়ে গেলো।লোকটা বারবার বলছে, কে?কে ওখানে? 


নেংটু অবস্থায় ধরা পড়লে ইজ্জত শেষ।মোখলেস ইজ্জত বাঁচাতে প্রাণপণে দিলো এক দৌড়।যে লোকটা আওয়াজ করেছিলো সে চর্ট ফেললো মোখলেসের দিকে।মোখলেস এতোক্ষণে বাঁশ বাগান ছেড়ে অনেকটাই দূরে।


পরেরদিন এলাকার ভুতুড়ে ঘটনা রটে গেলো।গ্রামে শোরগোল পড়ে গেলো 


" গতরাতে নেংটু ভূত বাঁশ বাগানে এসছিলো বাঁশ কা"টতে।হরমরী মশাই হা"গু করতে গিয়ে নিজ চোক্ষে নেংটু ভূত দেখেছেন! "


ওনেকে এটাও বলছে যে " হরমরী মশাইকে ভুত ধরতে পারেনি একমাত্র ওনার হা"গুর গন্ধের জন্য! "


মোখলেস ঘটনাটা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায়না।তবুও মোখলেসের মনে ক্ষিণ সন্দেহ হয়,হরমরী মশাই কি তার বিশেষ অঙ্গও দেখেছে?ছিঃ কি লজ্জার ব্যপার, শেষমেশ খটখটিয়া বুড়া ব্যাডা দেখে ফেললো! 


গল্প-লজ্জা 

লেখক-শূন্য_চিঠি

  • মজার জোকস স্ট্যাটাস

বসে বসে গান গাচ্ছিলাম হটাৎ করে ফোন টা বেজে উঠলো। আমি এগিয়ে গিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। ফোন ধরতেই বলল,


"নীরু পড়তে এসো।"


আমি ফোন রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি আমি ছাড়া আর কেউ আসে নি। স্যার বলল তুমি বসে পড় একটু পরে সবাই চলে আসবে। আমি বসলাম স্যার সুন্দর করে আমায় পড়া বুঝাচ্ছিল। হঠাৎ করে পেছনে থেকে কেউ একজন বলে উঠলো,

 

" ছুটির দিনে তুমি পড়তে এসেছো কেন নীরু?"


 আমি পেছনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে। তাহলে আমায় এতোক্ষণ কে পড়াচ্ছিল!! ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখি কেউ নেই। আমার খাতার দিকে তাকাতেই দেখি, লাল কালি দিয়ে বড় বড় করে লেখা,

  

"শিক্ষিত ভূত"

---"সমাপ্ত"---


অনু-গল্প -শিক্ষিত_ভূত 👻

লেখা -মিশকাত_মুন

  • মজার মজার জোকস

নতুন বুয়া রাখলাম।সন্ধায় বুয়া বললো " চাচাজান চা খাবেন?আমি খুব ভালো চা বানাই "


মাথাটা খুব ধরে ছিলো।চা খেলে ঠিক হবে।বললাম " ঠিক আছে বানাও।আদা বেশি করে দিয়ে একটু ঝাঁজ করে বানিও "


" আচ্ছা "


বুয়া গেলো চা বানাতে।কিছুক্ষণ পর চা নিয়ে এলো।একটা চু'মুক দিতেই প্রাণ জুরিয়ে গেলো।মাথা ব্যথা কমতে শুরু করলো।


কিছুক্ষনের মধ্যে নিজেকে এতোটাই হালকা লাগলো যে গভীর ঘুমে তলিয়ে গেলাম।বুয়া সত্যিই খুব ভালো চা বানায়,এমন দক্ষ বুয়া আজকাল খুব কম পাওয়া যায়।


ঘুম ভাঙ্গলে দেখি আলমারি খোলা।স্ত্রীর দামি শাড়ি একটাও নাই।জুয়েলারি যা ছিলো সব হাওয়া।বুয়াও নাই।ঘড়িতে দেখলাম,এখন মাঝরাত।আমার মাথায় হাত,সর্বনাশ! চা খাইয়ে ডা"কাতি!


স্ত্রী বাপের বাড়ি গেছে,দুইদিন পর বাড়ি ফিরলো।ভয়ে আমি পলাতক।


গল্প -ধোকা

লেখক -জয়ন্ত_কুমার_জয় 


মন ছুঁয়ে যাওয়া অসাধারন গল্প।

Previous Post Next Post