রোমান্টিক ভালোবাসার গল্প | দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস

  • ভালোবাসার গল্প

ভালোবাসার গল্প

 " আমার শরীর স্পর্শ করতে ইচ্ছে করে না তোমার? "

ছেলেটির নির্বিকারে বললো " না "

মেয়েটি ভ্রু কুঁচকে বললো " কেন? "

" তুমি আমার প্রেমে নয়, ভালোবাসায় আছো "

" প্রেম আর ভালোবাসা কি আলাদা নাকি? "

" হ্যা আলাদা।প্রেমে পড়লে তোমার ছোঁয়ার অনেক কারন খুঁজতাম।তোমার বলার আগেই হয়তো স্পর্শ করতাম "

" তাহলে ভালোবাসা কি? "

" ভালোবাসা শুধু একঝলক দেখার অপেক্ষা।আশেপাশে থাকার আকাঙ্ক্ষা!তুমি আমায় দেখে লজ্জায় যে মুচকি হাসো,সেই হাসিতে মন সাগরে উথাল-পাতাল ঢেউ ওঠা।দুপুরের কাক হয়ে তপ্ত শহরে তোমায় খোঁজা " 

গল্প মায়া

লেখক জয়ন্ত_কুমার_জয়

  • ভালোবাসার স্ট্যাটাস

শূন্য পকেটে তোমার সঙ্গী হব,

আর সাফল্যের পর 

তুমি আমার চেয়ে সুন্দরী মেয়ে খুঁজবে।

 বাহ রে মানসিকতা বাহ।

যখন বেকার ছিলে,

সবার চোখে বিরক্তিকর ছিলে।

এক আমার চোখে তুমি 

সব চেয়ে প্রিয় পুরুষ ছিলে।

তোমায় পাওয়ার জন্য

 বাবার সব পছন্দকে 

অপছন্দ বলে যুদ্ধ করে করে গেছি,

আর এখন বলছ

পরিবার বাস্তবতা আমায় মেনে নিবে না।

বাহ রে মানসিকতা বাহ।

তোমার ইচ্ছে মতো,

তোমার পছন্দ মতো,

তোমার চাওয়া মতো,

নিজেকে তৈরি করতে গিয়ে

আমি পৃথক হয়েছি আমার পরিবার থেকে-

আমি পৃথক হয়েছি আমার বন্ধুবান্ধব থেকে -

আমি পৃথক হয়েছি আমার আজন্ম স্বপ্নগুলো থেকে-

আর আজ বলছ,

আমার মধ্যে ভালো কোনো গুন'ই নেই,

শুধু মানিয়ে নিয়ে কারো সাথে তো 

আর সারাজীবন থাকা যায়না।

আমাকে নাকি এতদিন শুধুই মেনেই নিছ?

অথচ যখন তোমার পাশে কেউ ছিলো না, 

তখন আমি ছিলাম তোমার পাশে।

তোমার সবটা শয়ে ভালোবেসে।

আমার মতো করে নাকি তোমায় কেউ বুঝে না,

আগলে রাখতে পারে না।

অথচ আজ কত সহজেই বলে দিলে

তোমার বউ হওয়ার কোনো যোগ্যতা নাকি আমার নেই,

একটা সময় তুমিই বলতে

প্রেমিকা হিসেবে আমিই নাকি শ্রেষ্ঠ।


- আমার আপসোস কি জানো? 

- কি?

- তোমার বউ না হইতে পারা। হিহি...


ইটের প্রাচীর ঘেরা এই শহরের এত কোলাহলেও শিশিরের বুকের হাহাকার স্পষ্ট শোনা যাচ্ছে।কিন্তু মেয়েটা কাঁদছে না। আজ ওর ৩ নাম্বার রেডিও থেরাপি! 


- আচ্ছা আবির, তুমি আমারে ভুইলা যাবা?

-হুম, যাবো!

-সত্যি ভুইলা যাবা?

-হ্যাঁ সত্যি। 


আজ ২৭ জানুয়ারি ২০২৪, শিশির চলে যাওয়ার ৬ বছর ৭ মাস ৯ দিন। 


সেদিন ছুটে গিয়েছিলাম প্রিয়তমার জানাজায়,দাড়ানোর শক্তি ছিলো না কিন্তু আমি কাঁদিনি। সবাই শিশিরকে কম আমাকে দেখতে এসেছিল বেশি। যাওয়ার সময় আমাকে ' পাথর ' সম্বোধন করে চলে গেছে।বলেছে 

- ভাই, কান্না পায় না,কষ্ট হয় না?!

- নাহ! 

কে হায়, হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে! 💔

গল্প নির্বিকার

  • ভালোবাসার অনুভূতি

 বাসে মেয়েটা আমার গা ঘেঁষে বসলো।চমকে উঠলাম।নারীর প্রথম স্প"র্শে শরীরে শিহরণ বয়ে গেলো।

মেয়েটা গা ঘেঁষে বসেছে কারণ বাসের সিটের সাইজ যথেষ্ট ছোট।এক হাতের মতো যায়গায় দুজনকে বসতে হয়।মেয়েটা ভিষণ ইতস্তত করতে লাগলো।আমি যতটা সম্ভব জানালার সাথে চেপে বসার চেষ্টা করলাম।লাভ হলো না।

মেয়েটার অস্বস্তি টের পেয়ে আর বসে থাকতে পারলাম না।বললাম " একটু উঠবেন? আমি সামনে দাঁড়াবো "

মেয়েটা উঠলো।আমি সিট ধরে দাঁড়িয়ে রইলাম।মেয়েটা সন্দেহ নিয়ে বারবার তাকাচ্ছে।এক পর্যায়ে বললো 

" আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কেন? "

ইতস্তত করে বললাম " সমস্যা নাই,আপনি আরাম করে বসুন "

" সে কি কথা!আমার জন্য আপনি সিট ছেড়ে দিবেন কেন? "

কথা বলার সময় মেয়েটার চোখে হালকা কাঁপুনির মতো সৃষ্টি হয়।তখন দুনিয়ার সব কাজ ফেলে তার চোখের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করবে।বললাম

" আমার অভ্যাস আছে "

" আমারও অভ্যাস আছে।রোজ লোকাল বাসে যাতায়াত করি।আজ প্রথম না।আপনি বসুন "

মেয়েটার কথা আর ফেলতে পারলাম না।হয়তো আমার মন ও চাচ্ছিলো তার পাশে বসতে।ক্ষনিকের দেখাতেই মেয়েটার উপর মায়া অনুভব করলাম।মেয়েটার কোঁকড়া চুল বাতাসের ঝাপটায় আমার মুখের উপর এসে পড়তে লাগলো।চুলের মাতাল ঘ্রাণে তখন আমার মাথা খারাপ অবস্থা!

মেয়েটি একটা উপন্যাসের বই পড়ছে।আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার অযুহাতে মেয়েটির চোখের দিকে তাকাতে লাগলাম।মেয়েটা হঠাৎ বললো

" আপনি নামবেন কোথায়? "

" জাহাজ কোম্পানিতে "

" ওহ আচ্ছা।আপনি কি ওখানেই থাকেন? "

" হ্যা।ওখানেই আমার কলেজ এবং মেস দুটোই " 

তার কিছুক্ষণ পর মেয়েটা ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে।তার দৃষ্টিটা ছিলো অন্যরকম।সে দৃষ্টির কিছুই বুঝে উঠলে পারলাম না।

পরের স্টপেজে বাস থামলো মেয়েটা নামলো।সাথে সাথে আমিও নামলাম।মেয়েটা শান্ত স্বরে বললো 

" আপনার না জাহাজ কোম্পানি নামার কথা? এখানে নামলেন যে? "

মিথ্যা অভিনয় করে বললাম " তাই তো! কি মুশকিলে পড়লাম বলুন তো, আমার স্টপেজ তো ভুলে ছেড়ে এসছি।এখন আবার ফেরত যেতে হবে "

মেয়েটা ঠোঁ"টের কোণে মুচকি হেসে বললো " আমি কচি খুকি না।বুঝতে পারি "

বড্ড লজ্জায় পড়ে গেলাম।দীর্ঘক্ষন মেয়েটির দিকে তাকানোর সাহস পেলাম না।এক পর্যায়ে মাটির দিকে মুখ করে বললাম 

" চা খাবেন? "

মেয়েটা এবারেও মিষ্টি হাসলো।বু"কে তীব্র চিনচিন ব্যথা শুরু হলো।তাকালাম মেয়েটির দিকে।প্রেমে পড়ে গেলাম।এইটুকু সময়ে আর কতবার প্রেমে পড়বো? 


গল্প -প্রথম_দেখা


ভালোবাসার কষ্টের গল্প পড়ুন।

Previous Post Next Post