স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক | স্বামী স্ত্রীর আদর ভালোবাসা

  •  স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত

" স্বামী রেগে গেলে চুপচাপ কথা শুনো?এতো নির্জীব মেয়ে কেনো তুমি? প্রতিবাদ করতে পারো না? "


কাজিন বোনেরা এসে কথাটা বললো।ওদের বললাম 


" বিয়ে কর,তখন বুঝবি "


ওরা মুখ ভেঙ্গচি দিয়ে বললো " বোঝার কি আছে? স্বামীর রাগ বর্তমান সময়ের কোন মেয়ে সহ্য করে? তলপে"টে দু চারটা বসিয়ে দিলে স্বামীগীরী বেড় হয়ে যাবে "


কথাগুলো বলে সবাই হাসতে লাগলো।এদের মধ্যে থেকে একজন বললো 


" বোন একটা কথা বলি,পুরুষকে বেশি লাই দিস না।মাথায় চেপে বসবে "


মৃদু হেসে বললাম " ওনাকে মাথায় রাখার জন্যই তো জন্মেছি।ওনার সাথে তর্ক করিনা,এটা দূর্বলতা নয় বরং জ্ঞান ও সভ্যতার পরিচয়।মা শিখিয়েছেন "


গল্প-মাতৃশিক্ষা

লেখক-জয়ন্ত_কুমার_জয়

  • স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস

" এর আগেও আমার একবার বিয়ে হয়েছে।বাবা অনেক খুঁজে বাড়িতে নিয়ে এসছিলো "


আমার কথা শুনে স্বামী হতভম্ব হয়ে বললো " আপনি কি মজা করছেন? "


" না।আপনি আমার স্বামী।না জানালে আপনাকে ঠকানো হবে "


স্বামীর চোখেমুখে হতাশার ছাপ।তিনি বললেন " এটা বিয়ের আগে আমায় জানানো হলো না কেন? "


" সে কি!আমার বড়বোন আপনাকে বলেনি আমার সম্পর্ক ছিলো? "


" উনি শুধু বলেছিলেন সম্পর্ক ছিলো।আপনারা বিয়েও করে ছিলেন সে কথা জানায়নি "


" আসলে বিয়ের কথাটা কেউ জানে না।ভেবেছিলাম আপনাকেও জানাবো না।তারপর মনে হলো, না জানালে আপনাকে ঠকানো হবে "


আমার কথায় স্বামীর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেলো।হেসে বললাম " আপনি চাইলে আমায় ছেড়েও দিতে পারেন।কলঙ্ক তো আগে থেকেই লেগে আছে।আমি হাসিমুখে সব মেনে নিবো "


স্বামী ইতস্তত করে ঘর থেকে বেড়িয়ে গেলো।ওনার জন্য ভিষণ মায়া হলো।লোকটা খুব সহজসরল।বড্ড বেশি কষ্ট দিয়ে ফেললাম বোধহয়।উনি দিনদিন আমায় যতটা বিশ্বাস, ভালোবাসতে শুরু করেছিলো যে বিষয়টা কিছুতেই গোপন রাখতে ইচ্ছে করছিলো না,যা হবার হবে।স্ত্রীর কুৎসিত অতীত স্বামীর জানা প্রয়োজন।


মাঝরাতে হাতে স্প"র্শ পেয়ে ঘুম ভাঙ্গলো।চোখ মেলে দেখলাম স্বামী আমার হাত চেপে ধরে কাঁদছে।বিস্মিত হয়ে বললাম


" আপনি কাঁদছেন কেন? "


উনি কাঁদো কাঁদো গলায় বললেন " আপনি কি এখনো সেই ছেলেকে ভালোবাসেন? "


" না।তখন বয়স কম ছিলো।মানুষ চিনতে পারিনি "


" তাহলে আমায় ভালোবাসবেন? আগে প্রেমিক ছিলো,বিয়ে হয়েছে এতে আমার কোনো সমস্যা নাই।আপনার জীবনে যাই ঘটুক,আমি মেনে নিয়ে ভালোবাসতে চাই।আপনাকে ছেড়ে থাকতে পারবো না।কষ্ট হয় "


ওনার কথা শুনে চোখ ভর্তি জল চলে এলো।বললাম " এক মাসেই এতোটা ভালোবেসে ফেললেন? "


" একপলক চোখের দেখাতেই জন্মান্তরের প্রেম হয়।সেখানে আপনি পুরো একটা মাস চোখের সামনে ছিলেন।দীর্ঘ সময়! "


স্বামীর বু"কে মুখ গুঁজে বললাম " বিশ্বাস করুন আমার কোনো দোষ ছিলো।ছেলেটা জোর করে আমায় মাইক্রোবাসে তুলে নিয়ে গেছিলো। "


" থাক সেসব কথা।ভালোবাসবেন আমায়? "


" অতীত জানার পরেও আগের মতো আমায় ভালোবাসতে পারবেন? "


" আগের মতো হয়তো পারবো না,তবে তার থেকে বেশিই ভালোবাসবো।আপনি সত্যিটা বলেছেন,কিছু লুকাননি।আমায় ঠকানোর ভয় পেয়েয়েন।এতটুকু বিশ্বাস কি ভালোবাসার জন্য যথেষ্ট নয়? "


ওনাকে আরো শক্ত করে জরিয়ে ধরে বললাম।তিনি আমার চুলে বিলি কে'টে দিতে দিতে বললেন 


" এখন একবার শাড়ি পড়বেন? নতুন করে প্রেমে পড়তে চাই "


" এতো রাতে শাড়ি পড়বো? "


" পড়ুন না একবার! "


শাড়ি পড়লাম।উনি আমার কপালে চু'মু দিয়ে বললেন 


" আপনার এই চোখের দিকে তাকিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ মাফ করে দিতে পারি "


গল্প-প্রেমে_ডুব 

লেখক-জয়ন্ত_কুমার_জয়

  • স্বামী স্ত্রীর ভালোবাসার পোস্ট

" বিয়ের পর তোমায় আর চাকরি করতে দেয়নি?স্বামী বারন করেছে নাকি? "


" নিজেই চাকরি ছেড়ে দিয়েছি "


পাড়ার মহিলারা একসঙ্গে বলে উঠলো " কি বোকা মেয়ে রে বাবা! "


হেসে বললাম " জি,বোকা "


ওনারা বললেন " এক টাকা লাগলেও তো স্বামীর কাছে ভিক্ষা চাইতে হয়,এভাবে টাকা নিতে ভালোলাগে? "


" এখানে খারাপ লাগার কিছু আছে নাকি? "


" সারাদিন ঘরে বসে কি করো?সংসার সামলাও?কি লাভ হলো এতো পড়াশোনা করে? "


" আমার সন্তান শিক্ষিত মা পাবে,আমার শ্বশুর শ্বাশুড়ি আদর্শ বউমা পাবে।আর স্বামীর কাছে টাকা চাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না।উনি বেতনের সবটাকা আমার হাতেই তুলে দেন।যাবতীয় যা খরচ সব আমিই করি,পরবর্তীতে ওনার চা খাওয়ার দশ টাকা লাগলেও আমার কাছে টাকা চান। আর রইলো সংসার সামলানো,স্বামী আমার কাছে গোটা বিশ্বের সমান,আর শ্বশুর শ্বাশুড়ি আমার দুই স্বর্গ।গোটা বিশ্ব সহ দুই স্বর্গের যত্ন নিই,খেয়াল রাখি,এর থেকে বড় দায়িত্ব আর কি হতে পারে? "


পাড়ার মহিলাদের মুখ বন্ধ হয়ে গেলো।কারো মুখে কোনো কথা নেই,একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে।বললাম 


" আচ্ছা রুপমিলি বউদি,আপনার মেয়ে তো সরকারি চাকরি করতো,সোসাইটিতে তার এতো ডিমান্ড,তবে স্বামী ডিভোর্স কেন দিলো?আর সুফলা বউদি,তোমার শ্বশুর গত হয়েছে বছরখানেক আগে,একটাই শ্বাশুড়ি তাকেও রেখেছো বৃদ্ধাশ্রমে।কোন মুখে তোমরা নিজেদের প্রতিষ্ঠিত দাবি করো? লজ্জাবোধ হয় না? "


গল্প-দায়িত্ব

লেখক-জয়ন্ত_কুমার_জয় 


বাস্তব জীবনের সেরা গল্প পড়ুন।

Previous Post Next Post