সমাজ নিয়ে উক্তি | সমাজ নিয়ে কিছু বাস্তব কথা

 সমাজ কি

সমাজ কি

বর্তমান সমাজ কাকে বলে জানেন....? 

আপনি পাঁচ জনের সাথে একসঙ্গে বসে ভালো কথা বলবেন, যখন আপনি হঠাৎ করে ওই জায়গা থেকে উঠে যাবেন ঠিক তখন দেখবেন ওই পাঁচ জন মানুষ আপনার নামে সমালোচনা করছে! 

হ্যাঁ এটাই আমাদের সমাজ!

সমাজ নিয়ে কিছু বাস্তব কথা

মুখের উপর কথা বলতে কখনো ভয় পাবেন না,মনে রাখবেন সত্য প্রকাশ করা আপনার দায়িত্ব!

যুব সমাজ নিয়ে উক্তি

কোটিপতি বাবার মাদকাসক্ত সন্তানের চেয়ে। দিনমজুর বাবার সুশিক্ষিত সন্তান অনেক উত্তম।

সুশীল সমাজ নিয়ে উক্তি

লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো, আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও!

সমাজ কর্ম কাকে বলে

জ্ঞান আল্লাহর দেওয়া দান শ্রেষ্ঠ উপহার এগুলো দিয়ে অহংকার করা যাবেনা! উপকার ছাড়া কারো ক্ষতি করা যাবেনা!

সমাজ বিজ্ঞান

খাবার যতই দামি হােক

পচে গেলে তার কোন মূল্য থাকে না

তেমনি শিক্ষা যতই থাকুক

মনুষ্যত্ব না থাকলে তার কোন মূল্য নেই।

সমাজ

মানুষকে খুশি রাখতে পারার মতো, কঠিন কাজ

পৃথিবীতে আর একটাও নেই.! কারণ মানুষের সামান্য একটু স্বার্থের আঘাত, লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়..!

সমাজ সেবা অধিদপ্তর

মানুষ বড়ই বিচিত্র প্রাণী। যে নিজের প্রয়োজনে একেক সময় একেক চরিত্র ধারণ করতে পারে।

সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য

নিজকে নিয়ে কখনাে

গর্ব করবেন না।

নিজের জীবনের ভুলক্রটি নিয়ে

ভাবুন এবং অনুশােচনা

করুন।

কিছু বাস্তব উক্তি

মানুষকে

খুশি করতে চাওয়ার ইচ্ছাটা,

তােমার জীবনে একদিন

সবচেয়ে বড়াে ডিপ্রেশনের

কারণ হয়ে দঁড়াবে।

--সরিফা খাতুন

বাস্তব উক্তি

লােকে আমায় জিজ্ঞেস করে

তুমি এতাে খুশি থাকো কেমন করে?

উত্তরে তাদের বলি

আমি লােকেের খুশিতে জ্বলিনা

আর নিজের দুঃখের কথা কাউকে বলিনা।

জীবনের কিছু বাস্তব উক্তি

কিছু মানুষ

কখনাে ভেবেই দেখে না, তাদের আরচণে

অপর মানুষ কতটা কষ্ট পেয়েছে..

তারা শুধু

নিজের প্রয়োজনটাই বােঝে।

বাস্তব জীবনের উক্তি ছন্দ পড়ুন।

Previous Post Next Post