ব্যর্থতা নিয়ে উক্তি & ব্যর্থতা থেকে সফলতার উক্তি

ব্যর্থতার উক্তি

ব্যর্থতার উক্তি

 সফল মানুষেরা কাজ

করে যায়। তারা ভুল

করে, ভুল শোধরায় -

কিন্তু কখনও হাল ছাড়ে

না।

ব্যর্থতা নিয়ে স্ট্যাটাস

জীবনে যদি ঝুঁকি না নেন,

কখনাে কোন কিছুর পরিবর্তন হবে না,

মানুষ সব কিছু-ই পারে,

তার জন্য প্রয়োজন ধৈর্য।

ব্যর্থতা থেকে শিক্ষা

যদি সারাদিন পথ

চলে পথে 

কোনো বাধা

না পাও, তাহলে

নিশ্চিত ধরে নাও

পথটি ভুল ছিল।

ব্যর্থতার স্ট্যাটাস

ব্যথা কে গ্রহণ করুন

ব্যথা আপনাকে

শক্তিশালী বানাতে সাহায্য করবে

ব্যর্থতা থেকে সফলতার গল্প

জীবনের লড়াইয়ে,

কেউবা জিতে কেউবা হারে,

তবুও থেমে থাকতে নেই।

জীবন মানেই এগিয়ে যাওয়া।

দুঃখ পেলে থামতে নেই।

খারাপ সময়ের মধ্য দিয়েই-

ভালাে সময়ের দেখা মিলে।

লেখা: মাহবুব সরদার সবুজ

ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর উক্তি

মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো,

কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়,

যেকোনাে পরিস্থিতিতে মনের জোড় বাড়ায়, একা বাঁচতে

শেখায় এবং আপন মানুষগুলােকে চেনায়া!

ব্যর্থতা সাফল্যের স্তম্ভ

তোমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক বিভ্রান্তি সামনে আসবে কিন্তু সাবধান

নিজের ব্যর্থতা

তুমি ভাবছো সব শেষ

অথচ পাতাবিহীনি গীছটিও দাডিয়ে

থাকে বসন্তের আশায়।

তাহলে তুমি কেনো হতাশ!

ভরসা রাখো রবের প্রতি

তােমার হতাশা গুলােতেও একদিন

আশার আলাে ফুটবে।

আরও পড়ুন...

Previous Post Next Post