কর্ম কর্মফল নিয়ে উক্তি & কর্মফল নিয়ে উক্তি

কর্ম ও কর্মফল

কর্ম ও কর্মফল

সবকিছুর জন্যই অপেক্ষা করতে হয়।

সেটা মৃত্যু হােক বা বেঁচে থাকা।

কর্মফল মূল্যায়ন কি

জীবনে এগিয়ে যাও,

তবে অন্যকে তুচ্ছ করে নয়।

সময় কাজে লাগাও,

তবে অসৎ কাজে নয়।

জীবনে উন্নতি করাে,

তবে কারাে সাথে প্রতারণা করে নয়।

জীবনে আনন্দ উপভােগ করাে,

কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়।

জীবনে অনেক হ্যাপি থাকো,

তবে কারাে চোখে অশ্রু জড়িয়ে নয়।

লেখা; মাহবুব সরদার সবুজ

কর্মফল নিয়ে হাদিস

একটি পাপ করার আগ

মুহুর্তে ৩টি কথা মনে করার

চেষ্টা করুন-

আল্লাহ আমাকে দেখছেন,

ফেরেস্তারা আমার কর্ম লিখে

রাখছে; যে কোন সময়

আমার মৃত্যু হতে পারে!

কর্মফল

কারো নাম কাউকে বিখ্যাত করতে পারেনা, 

কর্মের মাধ্যমেই কারো নাম বিখ্যাত হয়।

প্রত্যেকে তার কর্মফল ভোগ করবে

মনে রাখবেন,

কর্মফল খুব ভয়ানক জিনিস।

আজ আপনি যা করবেন,

কাল তাই ফিরে পাবেন!

আরও পড়ুন...

Previous Post Next Post