কাজী নজরুল ইসলাম এর উক্তি 2024

 কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

"যে জাতি মেধার মূল্য দিতে জানে না,

সে জাতি কখনোই উন্নতির শিখরে

পৌঁছাতে পারেনা"

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের জীবনী

কে আছ জোয়ান, হও আগুয়ান,

হাঁকিছে ভবিষ্যত।

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি,

নিতে হবে তরী পার!!

-কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম

আমরা সবাই পাপী; আপন পাপের

বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি!

- কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম এর জীবনী

বিদ্রোইী মানে কাউকে না মানা নয়।

যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী

”রোগে শোকে দুঃখে ঋণে

নাই ভরসা আল্লাহ বিনে রে”

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম বিখ্যাত কবিতা

হেনেছি যে অবহেলা পাষাণে বাঁধি হিয়া,

তারি ব্যথা পাষাণ সম রহিল বুকে চাপিয়া।

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের কবিতা

এদেশ

ছাড়বি কিনা বল?

নইলে

কিলের চোটে

হাড় করিব জল।

-কাজী রজকুল ইসলাম

কাজী নজরুল ইসলাম কবিতা

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,

শুধিতে হইবে খণ।

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম এর উক্তি

আল্লাহ যদিও ধরাছোঁয়ার বাইরে,

তবুকে এই মহান সত্তাকে চেনা যাবে তার সৃষ্টিতে,

তাঁকে অনুভব করা যাবে প্রকৃতির প্রতিটি বস্তুতে।

তিনি এক স্থানে বা এক বস্তুতে সীমাবদ্ধ নন,

বরং আকাশ-জমিনের সর্বত্র তিনি বিরাজমান।’

বলেছেন-কবি_কাজী_নজরুল_ইসলাম

কবিদের বিখ্যাত উক্তি পড়ুন...

Previous Post Next Post