কাজী নজরুল ইসলাম এর জীবনী ২০২৪

কাজী নজরুল ইসলাম এর উক্তি

কাজী নজরুল ইসলাম এর উক্তি

কাজী নজরুল ইসলাম

নামাজ পড়, রােজা রাখ, কলমা পড় ভাই,

তাের আখেরের কাজ করে নে সময় যে আর নাই।

-কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম

"ঘুমাইয়া কাযা করেছি ফজর

তখনও জাগিনি যখন যোহর,

হেলায় খেলায় কেটেছে আসর

মাগরিবের ঐ শুনি আযান।

জামাতে শামিল হওরে এশাতে

এখনাে জমাতে আছে স্থান।"

-কাজী নজরল ইসলাম।

কাজী নজরুল ইসলামের জীবনী

ইয়া মোহাম্মাদ বেহেশত হতে

খোদারে পাওয়ার পথ দেখাও

এই দুনিয়ার দুঃখ হতে

এবার আমায় নাজাত দাও’ 

_______কাজী_নজরুল_ইসলাম ৷

কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী

অন্তরে যাদের এত গােলামির

ভাব, তারা বাইরের গােলামি

থেকে রেহাই পাবে কী করে?

-কাজী নজরুল ইসলাম

বিখ্যাত উক্তি কাজী নজরুল ইসলাম উক্তি

দেখতে আমি সহজ সরল

মাঝে মাঝে খুবই জেদি,

ন্যায়ের পথে থাকবাে আমি

ভাঙতে পারি লোহার বে'দি।

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ২০ টি বাক্য

দেখিনি তোমায় তবু

অন্তর কহে

ছিলে তুমি লুকায়ে

আমারও বিরহে।

- কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১০ টি বাক্য

ডেকো না আর দূরের প্রিয়া

থাকিতে দাও নিরালা।

কি হবে হায় বিদায়-বেলায়

এনে সুধার পিয়ালা৷

-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম উক্তি

কেন আজ নতুন করে পরান

তােমারে পাইতে চায়।

এত কাছে আছাে তবু কেন

বুকে অসহ বিরহ হায়।।

---কাজী নজরুল ইসলাম

বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের উক্তি পড়ুন...

Previous Post Next Post