মানুষ বড়ই স্বার্থপর
ভরসা ছিলো.. বিশ্বাস ছিলো..
কিন্তু পরে বুঝলাম, আমর সব
ধারণা ভুল ছিলো!
স্বার্থপর মানুষ
যে মানুষের অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন, পরিবার সমাজ যাই বলুন। সবার কাছেই মূল্যহীন।
আপন মানুষ স্বার্থপর
বােকা মানুষ ধোঁকা খায়,
সৎ মানুষ কষ্ট পায়,
সরল মানুষ আঘাত পায়,
আর স্বার্থপর মানুষ
আনন্দে দিন কাটায়,
এটাই বাস্তব
স্বার্থপর মানুষ নিয়ে উক্তি
বদলে যাইনি আগের মতোই আছি, পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি! 🖤
প্রয়োজন শেষে সবাই স্বার্থপর
ছিলাে অনেকেই, এখন আর নেই।স্বার্থ শেষ, প্রয়াজন
শেষ ব্যাস এখন কেউ আমাকে চিনেনা!
স্বার্থপর মানুষের বৈশিষ্ট্য
সুখ এবং দুঃ'খ আসলে একই জিনিস! সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়।🙁🖤
মানুষ বড়ই স্বার্থপর স্ট্যাটাস
তাকেই বেশি মনে পড়ে,
যে সারাদিনে একবারও খোজ নেয়
না আমার!
স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি
পৃথিবীটা বড়ো কঠিন সুনয়না—
এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা।
আঁঠালো স্বভাব নয়, আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট দূরত্ব। ঝিনুকের মতো নিজের ভিতর গোপন রেখো কিছু, অত নাড়িভুঁড়ির কথা জানান দিতে নাই, দেখিয়ে দিতে নাই ক্ষতস্থান, ওতে বড্ড সর্বনাশ হয়ে যায়।
তুমি যেটাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী ওটাকে বোকামি ভাবে। তুমি যেটা ভাবো বিশস্ততা, মানুষ সেটাকে ভাবে আঘাত করার ধারালো খঞ্জর। সুযোগ পেলেই ওরা ওই খঞ্জর গুঁজে দিবে তোমার সেই ক্ষতের মাঝ, যেই ক্ষত একদিন তুমি তাদের দেখিয়েছিলে সামান্য সান্ত্বনার লোভে।
পৃথিবী বড়োই নিষ্ঠুর সুনয়না—
গোপন রাখো ট্রমাটিক অতীত, লুকিয়ে রাখো প্রিয় মানুষের চুমুর ছাপ, আড়াল করে রাখো চোখের জল, দীর্ঘশ্বাস, অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো।
যুদ্ধ এতটা কঠিন নয় সুনয়না, যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা। এখানে বিশ্বাসের ঘরে আগুন লেগে যায় হুটহাট। ওই আগুন বড়োই হৃদয়হীন। তুমি তোমার চারপাশে নিরাপদ একটা দেয়াল তৈরি করে রাখো, যেন সে আগুন তোমায় স্পর্শ করতে না পারে।
তুমি সেই সমুদ্র হও—
যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোন রঙ নেই। যার কিনারে বসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরাতা সম্পর্কে ধারণা করা যায় না।