রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি | রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বাংলায়

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বাংলায়

 সম্পত্তি দেখে সম্পর্ক

আর সৌন্দর্য দেখে

ভালােবাসা' কখনাে

স্থায়ী না।

-রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রচনা

যার ভালােবাসা

যত গভীর

তার ভালােবাসার

প্রকাশ তত কম!

ভালোবাসা হচ্ছে

উপলব্ধি করার বিষয়,

প্রকাশ করার বিষয় নয়।

 -রবীন্দ্রনাথ ঠাকুর 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি

যে স্বামী সকালে ঘুম থেকে উঠে

স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে

ধরে রাখে তাঁর কর্মক্ষত্রে বিপদের

আশংকা থাকে কম।

- রবীন্দ্রনাথ ঠাকুর।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা

“ সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব –

আঁধারে মিশে গেছে আর সব।। ”

-রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা caption

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।

      শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ।

      পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি–

      বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী।

-রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী

মেয়েরা যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমনি জানে না। কেননা কর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়, মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে, পুরুষ ও পারে, কিন্তু তাদের মনে চিন্তা দ্বিধা এসে পড়ে। মেয়েরা ঝড়ের মতন অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর, পুরুষদের অন্যায় কুশ্রী। কেননা তার ভিতর ন্যায় বুদ্ধির পীড়া আছে। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

রবীন্দ্রসঙ্গীত____

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে-

নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে ।।

তোমার অভিসারে

যাব অগম-পারে

চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে ।।

পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা-

দুখের মাধুরীতে করিল দিশাহারা ।

সকলি নিবে কেড়ে,

দিবে না তবু ছেড়ে-

মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে ।

সেরা বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের উক্তি...

Previous Post Next Post