নারীদের নিয়ে কেয়ামতের আলামত
যখন নারী হবে পুরুষের অনুকরণকারী, আর পুরুষ হবে নারীর অনুকরণে আগ্রহী, তখন বুঝতে হবে কেয়ামতের সময় খুব কাছে।
— সহীহ বুখারী অনুসারে কেয়ামতের আলামতের অন্যতম চিহ্ন।
নারীদের নিয়ে ইসলামিক উক্তি
যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, নিজের ইজ্জত ও স্বামীর অধিকার রক্ষা করে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে।
— (তিরমিজি)
নারীদের নিয়ে ইসলামিক ক্যাপশন
পর্দা নারীর শৃঙ্খল নয়, বরং তার সম্মানের প্রতিচ্ছবি।
নারীদের নিয়ে কোরআনের আয়াত
“হে মানবজাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি... যেন তোমরা একে অপরকে চিনতে পারো।”
— সূরা হুজুরাত, আয়াত ১৩
নারীদের নিয়ে হাদিস
“নারীরা হচ্ছে রত্ন, এবং যার এই রত্ন আছে, সে যেন আল্লাহর ভয়ে তার প্রতি সদ্ব্যবহার করে।”
— (মুসলিম শরীফ)